ট্রাম রাস্তার সামনে বাড়ি। কোথাও ঘাস মাটির দেখা নেই। বৃক্ষ তো দূর অস্ত। সারাদিন শুধু মানুষ আর গাড়ি।। সন্ধ্যা হলেই কোণা খামচিতে মদের আসর। আরেকটু রাতে,বোমাবাজি,পুলিস,অ্যাকশন। দোতলার বারান্দাতে বসে অবাক হয়ে দেখতাম সেসব। ঢং ঢং শব্দ করে রাস্তা দিয়ে ট্রাম চলেছে। বিকেলবেলা অফিস ছুটির সময় রাস্তাঘাট জ্যাম,হর্ণের চিতকার,বাসে ট্রামে বাদুড় ঝোলা মানুষ। এসব দেখতে দেখতে মনে পড়ে যেত জামশেদপুরের চরাই উতরাই দিয়ে দৌড়ে স্কুলে যাতায়াতের কথা। জামশেদপুরে আমার চলাচলে কোনো লাগাম ছিলনা। কেউ কোথাও কখনো যেতে নিষেধ করত না। আর এখানে দোতলা থেকেই নামা নিষেধ। তিন বাই ছয় ফুটের বারান্দাটা যেন একটা পাখির খাঁচা…Read more
শীর্ষেন্দু দত্ত-‘আমার নগর যাপন’ ১ শীর্ষেন্দু দত্ত-‘আমার নগর যাপন’ ২ শীর্ষেন্দু দত্ত-‘আমার নগর যাপন’ ৩