বিজয় দাস – “সেদিন সবাই এসেছিল”

14

শিল্পীঃ অভিজিৎ শীল

 

সেদিন সবাই এসেছিল…

রাস্তা ঘেরা ব্যারিকেড

পথ আটকাচ্ছিল উৎসুক জনতার।

না! ঘটার মতো তেমন কিছুই ঘটেনি,

খবরের শিরনামে ওঠার পক্ষেও

নিতান্তই অনুপযুক্ত…

পথ চলতি মানুষের, ব্যস্ততা থেকে

খরচ করা-

শুধু একটু দীর্ঘশ্বাস সম্বল,

আর অনেকটা বিরক্তি ও রাগে গজ্-গজ্।

অবিরত গাড়ির হর্ন, মাছির ভন্-ভনা্নি,

জমাট বাঁধা লোকের চাপা গলার ফিস্ ফিস্।

 

এঁরা সাবাই এসেছিল সেদিন

যেদিন এদের সবার বেশ ধরে,

ধর্মরাজ এসেছিল যমরাজের সাজে।।

সোমনাথ ব্যানার্জী – “একটি অস্পষ্ট ক্যানভাস”
বিশ্বরূপ দেবনাথ – “গুচ্ছ কবিতা”
Close My Cart
Close Wishlist

Close
Navigation
Categories

Add address

India