(১)
চাই না এমনতর
চাঁদ
চন্দ্রিমায় স্নান করায়
বরং বসতে দিক শীতলতায়
খুলে দিতে পারি
নীরবতার ঝাঁপি।
(২)
আমার চাই – অপেক্ষা
হৃদয় জোড়া তোলপাড়
পথের ধারে থাকুক
জলছত্র
অবসন্ন পথিকের, দুরন্ত তৃষ্ণা।
(৩)
চলার পথে, পথের ধারে
খাঁ খাঁ করা পোঁড়াবাড়ি থাকে……
কান্না ভোলা, কষ্ট হলে……
দাঁড়াও সেথায়
কান্না ভোলা, কষ্ট হলে
কান্নার অপেক্ষায়।
(৪)
উল্টো থেকে সোজা হবার পর
সবাই এসেছিল, একে একে
বলেছিল- “ভালো থেকো”
কি এর অর্থ!
ওরা কি আশীর্বাদ করেছিল
না অভিসম্পাত।।