গৌরশংকর বন্দ্যোপাধ্যায়- “ তারপর ”

rangamati_02

শিল্পীঃ সুদীপ চক্রবর্তী

তারপর বৃষ্টির বিকেল থেকে শুরু হলো

মুগ্ধ কথালাপ

মনে ভাসে কুঞ্জবন নতুন কিশলয়

পড়ে ফেলা দুরন্তদুপুর

এখন কেবলই তীব্র হাহাকার

কার জন্যে তাও বুঝিনা

এখন আটপৌরে সালিসি শুধু

মনে মনে নিষ্ঠুর করাত

এখন শুধুই নিরর্থক উল্লাস আবেগ

অসহ্য মনে হয়

মনে হয় বৃষ্টির বিকেল শুধু

হয়ে আছে মলিন বিধুর

এখন কে চায় অনন্ত জীবন প্রকৃতির কাছে

ভয়ার্ত কণ্ঠ আনে বিপুল কৌতুক

কোনো কথা নেই শুধু হাহাকার

যাকে ভালোবাসি সে যেন নিমেষের হাওয়া

সমস্ত রাত্রি জুড়ে শীত আলাপন

এখন সময় থেমে আছে একজন পৌঢ়ের গ্রীবায়

ধন্যবাদ
গৌরশংকর বন্দ্যোপাধ্যায়- “ এখন মন দখলের দিন ”
সুদীপ দাশ – “ নিশ্চিন্দিপুর ”
Close My Cart
Close Wishlist

Close
Navigation
Categories

Add address

India