১
তারপর বৃষ্টির বিকেল থেকে শুরু হলো
মুগ্ধ কথালাপ
মনে ভাসে কুঞ্জবন নতুন কিশলয়
পড়ে ফেলা দুরন্তদুপুর
এখন কেবলই তীব্র হাহাকার
কার জন্যে তাও বুঝিনা
এখন আটপৌরে সালিসি শুধু
মনে মনে নিষ্ঠুর করাত
এখন শুধুই নিরর্থক উল্লাস আবেগ
অসহ্য মনে হয়
মনে হয় বৃষ্টির বিকেল শুধু
হয়ে আছে মলিন বিধুর
২
এখন কে চায় অনন্ত জীবন প্রকৃতির কাছে
ভয়ার্ত কণ্ঠ আনে বিপুল কৌতুক
কোনো কথা নেই শুধু হাহাকার
যাকে ভালোবাসি সে যেন নিমেষের হাওয়া
সমস্ত রাত্রি জুড়ে শীত আলাপন
এখন সময় থেমে আছে একজন পৌঢ়ের গ্রীবায়
ধন্যবাদ