বাসব দাশগুপ্ত – “ গ্রামে, আশ্বিন মাসে ”

এক

হিমপথ ভিজে আছে সোনালি প্রত্যুষে

নেড়াক্ষেত অজস্র আলপথ এসে

কাটাকুটি খেলে, মোরামের রাস্তা

দিয়ে অচেনা মানুষ আমাকেই খোঁজ করে যায়

 

আপাত নিরীহ এই দৃশ্যপট পার হয়ে

সর্ষে ক্ষেতের ধারে পরে থাকে স্মৃতি

এইখানে, নির্জন কোপাই জানে

খুন হয়ে গেছে আমাদের সন্ততি

 

দুই

যতটা নির্জন ভাবো তার থেকে আরও স্তব্ধ

আরও চুপ এই চরাচর। অথচ গোপনে

সব কিছু চলাচল করে, ঝোপঝাড়ে বিষাক্ত

স্বাপদ, নানাবিধ সন্ধিপদী সহস্র চোখে দেখা যায়

 

গ্রামের ভিতরে বাস করে অন্য এক গ্রাম

অপরের আল কেটে জলের দখল, পুকুরের পানিতে ফলিডল

অজয়ের তীর ঘেঁষে বালি নিয়ে চোরাকারবার

তথাপি আমার গ্রাম, তুমি বল শান্তি অপার

kobit_03

শিল্পীঃ অভিজিৎ শীল

 

তিন

গভীর দুপুর ব্যাপী একটানা ঘুঘু-র নিশ্বাস

এরকম হয়ে থাকে আশ্বিন আকাশে

অসমান জমি ছুঁয়ে বুড়ো কাশফুল

এসব মলাট-চিত্র, অন্য কিছু গোপন বাতাসে

 

শান্ত অর্থ শান্তি নয়, লুকানো হিংসা থাকে চুপে

টাঙ্গি চলে, রক্তপাত, শেষ হয় গোরস্থানে, ধূপে

 

ছুটে আসে টি.ভিয়ালা, দল, রাজনীতি

লাশ দখলের ছুটোছুটি, অতঃপর শহরে মিছিল

নিজের অজান্তে তুমিও চিহ্নিত হলে ওমুক দলের

তথাপি প্রভাত-হিম ডানায় চিলের

ধন্যবাদ
বিপ্লব মাজী – “ ডাস্টবিন ” ২
শুভংকর গুহ – “ মানুষের মাংস ” ১
Close My Cart
Close Wishlist
Recently Viewed Close

Close
Navigation
Categories

Add address

India