বিজয় দাস – “ একবিংশ শতাব্দীর মহাকাব্য ”

মহা-ভারতের মহাকাব্যেরা আশ্রিত,3

শহরের আস্তাকুঁড়ে

রাবণদের ভিড়ে পদদলিত বানরসেনা

দ্রৌপদীর বস্ত্রহরণ সাময়িক উল্লাস

শিখণ্ডিনী, অপমান ভুলে ট্রাফিকের ভিখারি

অধর্মের ভিড়ে বক রূপী ধর্ম শীর্ণকায়

নিয়ন আলোর মোরামে সীতা অপহরণ

অবাধ।

পিতামহ ভীষ্ম, ধৃতরাষ্ট্র, দ্রোণাচার্য্য, বিদূর-

এরা আজও নীরব

মহাকাব্যের পাতায় সর্বশ্রেষ্ঠ, বিদ্বান, শক্তিমান

আখ্যা প্রাপ্ত মহাপুরুষেরা এসামজেও অন্ধ-বধীর,

যে হোমকুণ্ড থেকে পাঞ্চালীর জন্ম

আজ মৃত্যুর কারণ।

 

কৌরব ভাতৃ-বৃন্দের হাতে ধর্ম রাজ্য স্থাপনের গুরুদায়িত্ব

কুরুক্ষেত্র ধর্মযুদ্ধে ক্ষুধার্ত ভীমসেন মৃতপ্রায়,

অর্জুন ট্রেনের হকার, যুধিষ্ঠীর কেরানী,

আর নকুল-সহদেব বেশ্যা পাড়ার দালাল।

সমাজে উচ্চপ্রতিষ্ঠিত জমকালো ইন্দ্রলোক

দুর্যোধনের স্বর্গবাস,

উর্বশী, মেনকারা এখানেও বিলাসী নর্তকী।

 

মাঝে মধ্যে কৃষ্ণর দেখাও জোটে

পাড়ার মোড়ে

আগত রাধা, বিশাখা, রুক্মিণীদের

শিসদিয়ে সুর রচনা,

গৃহস্থ রাম, সংসার-বাজেটের চাপে

রাবণের বেতনভুক্ত চাকর,

শহরে আস্তাকুঁড়ে মহাকাব্যের নায়কেরা

জঞ্জাল ঠেলে ফুটপাথ,

রথের চাকার তলায় অথবা রেললাইন,

অবশেষ ইলেকট্রিক চুল্লী।

ধন্যবাদ
সুদীপ দাস-এর দুটি কবিতা
তৃষ্ণা বসাক – “ বর্জ্য গ্রহ ” ১
Close My Cart
Close Wishlist

Close
Navigation
Categories

Add address

India