এক
গৃহস্থ মুছেছে মুখ অবশেষ নিয়ে গেছে জাল
তাচ্ছিল্য যা কিছু ছিল সবটুকু দৃষ্টির আড়াল
এভাবেই শুদ্ধ হই পাপ-তাপ ঢেলেদি অপর
ঝরাপাতা, উচ্ছিষ্ট, পড়ে ফেলা পুরোনো খবর
অক্লান্ত সঞ্চয় করে বিষগ্রীবা সংকোচে দাঁড়ায়
খোলস ত্যাগের পর ইতিহাস বাক্য হারায়
সবটুকু ধরে আছে ঢাকা দেওয়া নৌকোর ছই
যে নামে ডাকুক লোকে আসলেই ইতিহাস বই
দুই
ব্যবহার পর্বের শেষে বহুকিছু পরে থাকে
জমা হয়, জমে জমে করুণ আকৃতি
ক্লেদ নয়, বর্জ্য নয়, স্মৃতি
ঘটনা ঘটবার পরে কিছু থেকে যায়
অবশেষ ঢেউ তোলে, পরে থাকে বিষণ্ণ প্রকৃতি
নষ্ট নয়, ফেলনা নয় স্মৃতি
ধন্যবাদ