সুদীপ চট্টোপাধ্যায় – “ তান্হা”

বিভাগঃ কবিতা
IMG_20171015_231623

শিল্পীঃ বিজয় দাস

১.
চোখের নীচে একটা বাসস্টপ—
অপেক্ষার পূবদিকে সে দাঁড়িয়ে

একটা শহর শুধুই ঋতু খাচ্ছে, খাচ্ছে আস্ত একটা কলোনি

তোমার ছায়া থেকে উঠে এল তোমার বিবাহ
সে এখন কোনও হলুদ ট্যাক্সির জন্য বেরিয়ে পড়বে

টিকিট জমিয়ে জমিয়ে একটা ভ্রমণ তৈরি করতে চেয়েছিলে
যদিও, ছায়াপথের সামান্য অংশ ছাড়া, রাস্তাগুলো তোমার কেউ ছিল না

২.
ঘুম তো চতুষ্পদ। কখনো তোমার পোষ্য ছিল
জিভ বাড়ালেই ঝরত ঘাম
তেমন গ্রীষ্মগুলো, এখন, ক্যালেন্ডার থেকে ঝরে
সেইসব অপোরাসঙ্গীতের কাছে গেছে
যাদের গলার ভেতর মাইল মাইল অন্ধকার
আর ফাঁকা একটা পানশালায়, এত রাতেও, কেউ বসে আছে
যদি নেশার ভেতর, হঠাৎ, একটা চকমকি জ্বলে ওঠে

ধন্যবাদ
অর্ণব মণ্ডল – “ অ-সমীকরণ ”
পিয়ালী বসু – “ বহু প্রতীক্ষিত জীবনবাদ ”
Close My Cart
Close Wishlist

Close
Navigation
Categories

Add address

India