অমিত চক্রবর্তী – “ সম্পর্ক ”

বিভাগঃ কবিতা

IMG_20171022_010054

শিল্পীঃ বিজয় দাস

সম্পর্ক নেই তবু একটা সম্পর্ক আছে সেইটা সুমধুর
যেমন বাতাসের সাথে ফুলের আর সেই আঘ্রাণে
কিংবদন্তির ঘরের পর্দা জুড়ে অশান্তি শুরু হয়ে যায়
ভিতরটা বাইরের সাথে পায় অতীন্দ্রিয় অনুভূতি

সমুদ্রের সঙ্গে পাহাড়ের সম্পর্ক সবথেকে গভীর
সূর্যের শোষণ প্রক্রিয়ায় ছোটে বাষ্পযান মেঘদূত
আলোকসংশ্লেষে পাতার সঙ্গেও মহোৎসব গভীর
তথাপি বিচ্ছেদ ঘটে যায় আবহাওয়ার কারণে

ধর্মের গুহায় ঢুকলে সূর্য প্রতিবন্ধী হয় সেই কারণে
পকেট সাইজ বইগুলো ফ্রীতে দিলেও কেউ নেয়না
দল ভেঙে দল হয় প্রতিটি ধর্মগ্রন্থে আছে এক কথা
পার্থক্য কোত্থেকে সংগৃহীত সেটা না লেখার কারণে

সন্তান প্রসবের সংবাদ পেয়ে বাবাকে প্রনাম করলে
বৈদ্যুতিক সম্পর্ক স্থাপিত হয় তিনপুরুষের মধ্যে
কোথা ছিল আদি বাসস্থান কিংবা অনাদিরও আদি
ক্রমান্বয়ে এইভাবে দেখলে অসম্ভব কিছুটা ধরা যায়

সবচেয়ে দূরের জিনিসকে যখন কাছে দেখা যায়
তখন যা নিয়ে আছি তার ফাটলগুলো ধরা পরে
আমার মুখগুলোই আমাকে বিশ্রী ভাবে মুখ ভেঙায়
বুঝতে সক্ষম হই ফেলে এসে ভুল করিনি উদ্ধারে

ধন্যবাদ
জহর সেনমজুমদার – “ গদ্য কবিতা”
শাশ্বতী নাথ – “ একক কবিতা ”
Close My Cart
Close Wishlist

Close
Navigation
Categories

Add address

India