বিভাগঃ কবিতা
১
সম্পর্ক নেই তবু একটা সম্পর্ক আছে সেইটা সুমধুর
যেমন বাতাসের সাথে ফুলের আর সেই আঘ্রাণে
কিংবদন্তির ঘরের পর্দা জুড়ে অশান্তি শুরু হয়ে যায়
ভিতরটা বাইরের সাথে পায় অতীন্দ্রিয় অনুভূতি
২
সমুদ্রের সঙ্গে পাহাড়ের সম্পর্ক সবথেকে গভীর
সূর্যের শোষণ প্রক্রিয়ায় ছোটে বাষ্পযান মেঘদূত
আলোকসংশ্লেষে পাতার সঙ্গেও মহোৎসব গভীর
তথাপি বিচ্ছেদ ঘটে যায় আবহাওয়ার কারণে
৩
ধর্মের গুহায় ঢুকলে সূর্য প্রতিবন্ধী হয় সেই কারণে
পকেট সাইজ বইগুলো ফ্রীতে দিলেও কেউ নেয়না
দল ভেঙে দল হয় প্রতিটি ধর্মগ্রন্থে আছে এক কথা
পার্থক্য কোত্থেকে সংগৃহীত সেটা না লেখার কারণে
৪
সন্তান প্রসবের সংবাদ পেয়ে বাবাকে প্রনাম করলে
বৈদ্যুতিক সম্পর্ক স্থাপিত হয় তিনপুরুষের মধ্যে
কোথা ছিল আদি বাসস্থান কিংবা অনাদিরও আদি
ক্রমান্বয়ে এইভাবে দেখলে অসম্ভব কিছুটা ধরা যায়
৫
সবচেয়ে দূরের জিনিসকে যখন কাছে দেখা যায়
তখন যা নিয়ে আছি তার ফাটলগুলো ধরা পরে
আমার মুখগুলোই আমাকে বিশ্রী ভাবে মুখ ভেঙায়
বুঝতে সক্ষম হই ফেলে এসে ভুল করিনি উদ্ধারে
ধন্যবাদ