বিভাগঃ কবিতা

শিল্পীঃ বিজয় দাস
১
প্রতিবার নিঃশ্বাস ছুঁয়ে, আদর জড়ানো মন নিয়ে,
আমরা কেমন ভেবে নিই, আমরা শুধু আমাদেরই,
ভয় পেয়ে জাপটে ধরি আরও, অধিকার নিই ঝালিয়ে,
আমরা জানি, নিজেকেই চেয়েছি, বারবারই;
শুধু স্পর্শেরা বদলেছে সময়ের নিরিখে,
আমরা জেনেছি প্রেম, বদলানো তারিখে।
২
আমার বড়ই টানাপোড়েন যাচ্ছে আজকাল,
প্রায় নুন আনতে পান্তা ফোরানোর উপক্রম,
যতটুকু যা ধার নিয়েছি তোমার থেকে,
তা কবে গিয়ে শোধ করে উঠতে পারব জানিনা,
বা আদেও পারব কিনা!
তার উপর তুমি দেনা বাড়াচ্ছ,
দিনের পর দিন, সপ্তাহ থেকে মাস,
কারণে-অকারণে , রাত থেকে দিনে,
তাই সাবধানে চলি; কোনোদিন যদি ঠোকাঠুকি লেগে যায়;
ভয় হয় খুব, অভাবে স্বভাব নষ্ট হয় শুনেছি,
স্বভাবের অভাব পড়বে না তো?
ধন্যবাদ