অনুবাদ : কমলেশ সেন
বিভাগঃ ফিরে পড়া

শিল্পীঃঅভিজিৎ শীল
একদিন এক সংবাদপত্রে ঈশ্বরের ইন্টারভিউ ছাপা হয়। সেই ইন্টারভিউ নিয়ে বাকবিতণ্ডা শুরু হয়ে যায়। ইন্টারভিউটা ছিল এরকমঃ
ঈশ্বর, আপনি কোন ধর্মাবল্মী?
আমি তো জানি না, পৃথিবীতে কোন কোন ধর্ম আছে?
ঈশ্বর, আপনার লীলাভূমি কোথায়?
এ ব্যাপারে মতানৈক্য আছে, তাই মন্তব্য করব না।
ঈশ্বর, আপনি সাকার, না নিরাকার রূপ বেশি পছন্দ করেন?
এ-ব্যপারে আমি কোনোদিন ভাবিনি।
ঈশ্বর, সংস্কৃতকে দেব ভাষা বলা হয়। আপনি কি এ-ভাষায় কথা বলেন?
কোনো জবাব দিলেন না। শুধু মিষ্টি হাসলেন।
ঈশ্বর, আপনার প্রিয় ধর্মগ্রন্থ কি?
ধর্মগ্রন্থের চাইতে অন্য গ্রন্থ আমি পড়তে বেশি ভালোবাসি।
আপনি নিরামিষ, না আমিষ খান?
যখন যেটা ইচ্ছা করে।
ঈশ্বরের এই বক্তব্যে চারদিকে হৈচৈ – বাকবিতণ্ডা শুরু হয়ে যায়। তাঁর জনপ্রিয়তায় ঘা পড়ে। তিনি সংবাদদাতার ওপর অনৈতিক আরোপ লাগালেন। সঙ্গে সঙ্গে বললেন, সংবাদপত্র একান্ত ঘরোয়া আলাপচারিতা না ছাপিয়ে, তার নিজস্ব বক্তব্য ছাপিয়েছে। সে যে বক্তব্য বলেছে, তা ছাপাল এই হুজ্জত – এই হাঙ্গামা হত না।
সমাপ্ত