বিভাগঃ কবিতা
(১)
শিশিরের সাক্ষাৎকার নিতে
অনেকটা বয়স পেরিয়ে গেছে
তবুও সমুজ্জ্বল ভোরে
সবুজের চিকন গালিচায়
তার সাথে দেখা হলে বলি
তোমার কৈশোর নিয়ে
এসো কিছু কথা বলি সঙ্গোপনী ছাঁচে
দুদন্ড জিরানোর লোভে
তুমি ও কি অন্ধকার চেয়ে গেছো মনে ?
ঔজ্বল্যের সীমিত পাহারায়
কতটা কুড়িয়ে নাও সুখের পালক ?
ক্ষয়ের নামতা ভেঙে ভেঙে
তোমারও কি শ্লথ হয় ঠোঁট ?
খুলে বসো আবেগী জানালার পাশে
অব্যক্ত অভিমান জড়ো করে?
(২)
অভিমান গুড়ো হয়ে ঝরে
ঝরে বুঝি গোপন অভিলাষ
মানুষের ভিতরে ভিতরে
থাকে না কি
আবহমানের ইতিহাস
পাঠকের চালে কেউ নির্বোধ সাজি
কেউবা হাতড়ে খুঁজি শর্তাধীন অভিধান
কতটা সহজ হলে বোঝা যায় বলো
সুখ হল জীবনের বাসির বাগান
ধন্যবাদ