বিভাগঃ কবিতা
যেটা বললেই হয়
সেটা সময়বিশেষে না বললে
সম্পর্কের চেতনা নির্মাণের শেষ সিঁড়িটি
মৃদু ফেদার টাচে অতর্কিত বিসর্জন ঘোষণা করে
বহির্মুখী অন্বেষণ এবং ভাবনার প্রতিটি পদক্ষেপ
চিন্তনের গভীর ত্বকটি ছুঁয়ে ফেললেই …
আয়ুযোগ্য হয় বিস্মৃতির রাজত্বকাল
সময়ের তূরীয় ফ্ল্যাশ শটে … সহানুভূতির ক্লিশে পর্দাটি সরে যাওয়ার পর
শীতঘুমের আড়াল থেকে উঠে আসে শত সহস্র ঘৃণা -অক্ষর ভ্রুকুটি
দৃশ্য সরে …
শতাব্দীর নিঃশ্বাস জমে থাকা ঘরটায়
ভালবাসা ‘ আলো খোঁজে …… করতলগত সংখ্যারেখা পেরিয়ে
ধন্যবাদ