ইজিপ্টের রাষ্ট্রপতি হোসনিমুবারক নাগিব সম্পর্কে বলেছেন, – “মাফ্যুজ ছিলেন আমাদের সাংস্কৃতিক আলো… যিনি আরব দুনিয়ার সাহিত্যকে বিশ্বের দরবারে হাজির করেছিলেন, মূল্যবোধের দ্বারা নির্দেশিত হয়ে, নিজের সৃষ্টির মাধ্যমে আরব দুনিয়ার সম্পর্ককে গভীর করে তুলেছিলেন। চরমপন্থার সঙ্গে তাঁর নিরন্তর সংঘর্ষ আমাদের অনুপ্রেরণা।” নাদিন গার্ডিমার নাগিব সম্পর্কে বলছেন-“ একজন মহৎ সৃষ্টিশীল প্রতিভা, বিশ্ব উপন্যাস সাম্রাজ্যে।” ১৯৮৮ নাগিব নোবেল বক্তৃতায় আমাদের জানাচ্ছেন- “দয়া করে, আপনারা সহনশীলতার সঙ্গে আমার এই কথাটি শুনবেন, যে ভাষায় আমি সাহিত্য চর্চা করে সম্মানিত হলাম, এই ভাষাটি সম্পর্কে আপনারা সম্ভবত বিশেষ কিছু জানেন না, কিন্তু এই ভাষাটিই আজকে প্রকৃত জয়ী। এই ভাষাটির সাংগীতিক মূর্ছনা আপনাদের সভ্যতা ও সংস্কৃতির মরূদ্যানে আছড়ে পড়বে।”…Read more
শুভংকর গুহ- ‘ নাগিব মাফ্যুজের জীবনচক্রের দলিল ও একটি অর্ধেকদিনের খসড়া ’ ১
শুভংকর গুহ- ‘ নাগিব মাফ্যুজের জীবনচক্রের দলিল ও একটি অর্ধেকদিনের খসড়া ’ ২