আমি বেঁচে আছি আর ভালো আছি,
রাত্রিবেলা বাড়ির পাশে গুলি চলছে,কিন্তু
আমি….. বহালতবিয়তে আছি,
চোখের সামনে দুজন পরে মার খাচ্ছে,কিন্তু
আমি….. ভালো আছি,
যারা স্কুলের গন্ডি পেরোয়নি তারা তো
মাতব্বরি করছে…..আমি ব্যাপক আছি,
তুমিও ভালো আছো জানি, ভালো থেকো
আমার মতই ভেরুয়া হয়ে….
সকাল বেলা ভাত আর শিঙি মাছের পাতলা
ঝোল নিয়ে অফিস যেয়ো
আর,সময় পেলে সবার পেছনে তেল
মাখিও……. ওরা তোমাকে বাঁচতে দেবে…..