সমীরণ কুণ্ডু– “ ব্যক্তিগত ”

জন ম্যাকনরো, মার্টিনা নাভ্রাতিলোভা, ভিভিয়ান রিচার্ডস, দিয়াগো মারাদোনা, কার্ল লিউইস, মোনিকা সেলেস, শচীন তেন্দুলকর, মাইক টাইসন, মাইকেল ফেল্পস, ক্রিশ্চিয়ানো রোনাল্দো, রাফায়েল নাদাল, উসেইন বোল্ট, শেন ওয়ার্ণ, গ্যারি কাসপারভ, চেন লঙ ও রোমারিও

 

ধরা গেল এরা সবাই রৈখিক। তুলির আঁচড়ে অথবা কলমে আঁকা ছায়াপথ। আমি প্রার্থনারত আকাশের দিকে তাকিয়ে ফানুস উড়িয়ে বলেছি ওদের ছুঁয়ে এসো।

 

একটা নয়ানজুলি এত আকর্ষণীয় হতে পারে। জীবন দিয়ে তাকেই দেখছি বিস্ময়ে, প্রজাপতির সূক্ষ্ম ছবি ও জল। নিয়মিত দলা পাকাই আবার মেলে দিই। খানিকটা চ্যাপ্টা করা উঠোনের ভিতর মস্তিস্কের বাহান্ন বছর

 

শুধু কি তাই, রাত্রিকাব্যে মহাজাগতিক অরণ্যসপ্তাহ এল একবার। মেঘের দানা ভেঙে জল বের করছিলাম। নৈঃশব্দ্যের অহংধ্বনি গুপ্ত নিরীক্ষণে ছিল। কালো শামিয়ানা মাথার উপরে না থেকে পাশে দাঁড়িয়ে। ঋণ চাইলাম। জন এসে বলল, আগুন জ্বালাও। তারপর ওরা সবাই একে একে প্রাগৈতিহাসিক বীর্য দিয়ে যুদ্ধের বার্তা ছড়িয়ে গেল। প্রায় একশো একাত্তর ঘণ্টা পেরিয়ে যখন সকাল হল ষোলো রকমের ফুলের ঘ্রাণ।

ধন্যবাদ
তৃষ্ণা বসাক – “ পানিবাই ” ৩
তন্বী হালদার – “ সঙ ” ১
Close My Cart
Close Wishlist

Close
Navigation
Categories

Add address

India