একটু আগের ভোর ছিল অন্যরকম
এখন যতই বেলা বাড়ছে
ততোই মনে হচ্ছে বেলা যেন
তাড়া করে ফিরছে
এমন একটা ফুলের কথা আমি জানি
যে কিছুতেই ভোরে তার পাপড়ি খোলে না
যতবেলা বাড়তে থাকে
যতই রোদের সঙ্গে তার খুনসুটি
ততোই ধীরে একটা একটা করে
পাপড়ি খোলে
যেন সে ভোরের সোহাগ শরীরে মেলে
খুব মৌতাতে ছিল
এখন ঝলমলে দিন
এখন মন দখলের দিন
এখন প্রকৃতিকে ভালোবাসার দিন
ধন্যবাদ