গৌরশংকর বন্দ্যোপাধ্যায়- “ এখন মন দখলের দিন ”

rangamati_03

শিল্পীঃ সুদীপ চক্রবর্তী

একটু আগের ভোর ছিল অন্যরকম

এখন যতই বেলা বাড়ছে

ততোই মনে হচ্ছে বেলা যেন

তাড়া করে ফিরছে

এমন একটা ফুলের কথা আমি জানি

যে কিছুতেই ভোরে তার পাপড়ি খোলে না

যতবেলা বাড়তে থাকে

যতই রোদের সঙ্গে তার খুনসুটি

ততোই ধীরে একটা একটা করে

পাপড়ি খোলে

যেন সে ভোরের সোহাগ শরীরে মেলে

খুব মৌতাতে ছিল

 

এখন ঝলমলে দিন

এখন মন দখলের দিন

এখন প্রকৃতিকে ভালোবাসার দিন

ধন্যবাদ
তন্বী হালদার – “ সঙ ” ৪
গৌরশংকর বন্দ্যোপাধ্যায়- “ তারপর ”
Close My Cart
Close Wishlist

Close
Navigation
Categories

Add address

India