প্রণবকুমার চট্টোপাধ্যায়– “ আস্তাকুঁড় ”

সকাল এসে ঢলে পড়ল অন্ধকারের গা-য়ে আর ঝলসে উঠল হাত,

লিকলিকে দুটো পা , চুলে ঢাকা  মাথা,  আগুন জ্বলা জিভ , আর

হাড়জিরজিরে পেটটা খাবি খাচ্ছে তো খাচ্ছেই…

১১ নম্বর তার নাম , বাড়ি হয়তো মুসুদ্দি পাড়ায়  ছিল কোনও দিন

তারপর ঝরে গেছে বকুলের ডাল, বুজে গেছে ওদিকের নীলচক্ষু দিঘি

যেখানে মায়ের সঙ্গে কলাইয়ের বাসন মাজা, পুঁচকে হাতের বাসন উপুড় ,  জল ঝরাতে

ঠন ঠন ঠন  পুরিয়া কল্যাণ, চাঁদ বসেছে ওদিক দিয়ে পোড়া নিমের ডালে,

মেঘ কেঁদেছে হঠাৎ হঠাৎ গাছের ছায়ায়

ভয় দেখাচ্ছে হাওয়াগুলো ফুটো বাঁশে ঢুকে

সড়াৎ করে দৌড় লাগাচ্ছে আয়ান ঘোষের মাগ

টুকরো করা বাতিল ৫০০ , ভাঙা বোতল , জংধরা কাঁচি , পলিথিনে মোড়া আধফোটা মাংসপিণ্ড

দুম করে গড়িয়ে গেল আকাশের গা-য় ………

7

ধন্যবাদ
ঝুমুর পাণ্ডে – “ ডাস্টবিন ” ২
সুকান্তি দত্ত – “ সব ডাস্টবিন হয়ে যাক ”
Close My Cart
Close Wishlist

Close
Navigation
Categories

Add address

India