সুমনজিৎ চট্টোপাধ্যায় – “ পোষা ডাস্টবিন ”

কবিতা

কাক যদি কার্নিশে ভেজে7

ক্ষতি নাই

কেউ তাকে পোষেনি কখনো

শুধু পোষা ডাস্টবিনে

তারা জমায়েত হবে

ছোঁ মেরে তুলে নেবে

দূরত্বের আঁশটে ঘ্রান

সরলরেখার ওপার থেকে

দেখে নেবো চোখে

কতটা সাজানো আছে

শহুরে বাগান

 

কাক যদি কার্নিশে ভেজে

ক্ষতি নাই

জমকালো দিন গুলো থাক

অশুভ ডানায় কোন জ্যোতি নাই….

ধন্যবাদ
তৃপ্তি সান্ত্রা – “ ডাস্টবিনের জন্য ” ২
সত্যপ্রিয় ঘোষ – “ দোলনা ”
Close My Cart
Close Wishlist

Close
Navigation
Categories

Add address

India