কবিতা
কাক যদি কার্নিশে ভেজে
ক্ষতি নাই
কেউ তাকে পোষেনি কখনো
শুধু পোষা ডাস্টবিনে
তারা জমায়েত হবে
ছোঁ মেরে তুলে নেবে
দূরত্বের আঁশটে ঘ্রান
সরলরেখার ওপার থেকে
দেখে নেবো চোখে
কতটা সাজানো আছে
শহুরে বাগান
কাক যদি কার্নিশে ভেজে
ক্ষতি নাই
জমকালো দিন গুলো থাক
অশুভ ডানায় কোন জ্যোতি নাই….
ধন্যবাদ