সোমনাথ ব্যানার্জী – “একটি অস্পষ্ট ক্যানভাস”

(১)

ট্রেনের বাঁশির শব্দে তাল মিলিয়ে বাড়ছে

13

শিল্পীঃ অভিজিৎ শীল

ছাতিমের মাদকতা, কিছু অব্যক্ত যন্ত্রণার উন্মেষ

জড়ত্মীয় সিগারেটের ধোঁওয়া নিয়ে ছেলে খেলা,

বুদবুদের মতো মিলিয়ে যাচ্ছে সম্পর্ক

শুধু অবাস্তব কে আঁকড়ে ধরার ইচ্ছা প্রবল।

(২)

মন খারাপের জানলায় মৌসুমি-র আগমন

এবং সাগর শরীরে বাসা বাঁধছে নিম্নচাপ,

ঘুম থেকে উঠতে না চাওয়া,

স্বপ্নের ফসফরাস চোখের পাতায়…

একটি নিষ্কর্ম দিন,

দিন, প্রতিদিন, মাস…

শুধু বছর গুলোকে বছর না বলা

(৩)

এই রকম ভাবে শিশির-কে বৃষ্টি বলা,

নদীর স্রোত কে সুনামি,

তারপর ভয়… ভয়…

(৪)

নাম না জানা সাগরে ডুবে আছি

জলের উপরিতলে কে কাঠ ভেবে আঁকড়ে,

যেভাবে কুকুরটা ছুঁতে চেয়েছে আমার হাত

বৃষ্টিতে ভিজতে ভিজতে…

(৫)

একটা বন্যার প্রত্যাসা ক্রমশ…

রেফারির শেষ বাঁশি বেজে গেছে

সমস্ত বাজার বন্ধ,

এবার লুপ্ত হবে, মিসিং …

(৬)

সমস্ত সাদা মেঘ সরিয়ে

তারা-রা উঁকি দিল

মনে হয় আকাশটা এখন নীল

কিন্তু চোখের ভুলে ‘কালো’ !

কালো, ধূসর, রক্তাভ … অদৃশ্য …

সুদীপ দাস – “ দুটি কবিতা ”
বিজয় দাস – “সেদিন সবাই এসেছিল”
Close My Cart
Close Wishlist

Close
Navigation
Categories

Add address

India