কবিতার আঙ্গিক : কালে-কালান্তরে

120

সম্পাদক : বিজয় দাস

অতিথি সম্পাদক : ড. রেজাউল ইসলাম

+

চতুর্থ বর্ষ ।। প্রথম সংখ্যা ।। গ্রীষ্ম ১৪২৬

বিশেষ সংখ্যা

‘কলিখাতা’ চতুর্থ বর্ষের প্রথম সংখ্যায় রূপায়িত করা হয়েছে কবিতার আঙ্গিক। ‘কবিতার আঙ্গিক ঃ কালে কালান্তরে’ পত্রিকার এই সংখ্যার বিষয়। আমাদের মূল লক্ষ্য বাংলা কবিতার পরিবর্তন ও বিভিন্ন ছন্দ এবং আঙ্গিক পাঠকের সামনে উপস্থাপন করা। বিশ্ব সাহিত্যে কবিতাই হল সমস্ত সাহিত্য ভাবনার উৎস, বাংলা ভাষার সাহিত্যও তার ব্যতিক্রম নয়। অর্থাৎ সাহিত্যের প্রাচীনতম মাধ্যম হল এই কবিতা। চর্যাপদ বা তারও আগে থেকে বর্তমান সময় এবং আগামী ভবিষ্যতেও কবিতা বাংলা সাহিত্যে স্বমহিমায় উজ্জ্বল হয়ে রয়েছে এবং থাকবে। পদ কর্তাদের রচিত ছোট ছোট পঙক্তি যদি কবিতার সূত্রপাত হয়ে থাকে তবে পরিপূর্ণ বাংলা ভাষায় কবিতার স্রোত দেখা যায় বৈষ্ণব পরবর্তী সময় থেকে। ছন্দ যেমন একমাত্রা, দ্বিমাত্রা, ত্রিমাত্রা বা পয়ার থেকে শুরু করে পরবর্তী উপনিবেশিক সময়ে অমৃতাক্ষর বা বর্তমান সময়ের গদ্যছন্দ পর্যন্ত এক বিশাল পরিবর্তনের মধ্যে দিয়ে চলেছে। তেমনই আঙ্গিক বা গঠনের দিক দিয়েও অনেক পরিবর্তন হয়েছে এবং হয়ে চলেছে। আবার বিষয়গত পরিবর্তনও নজরে পরে। পরবর্তী সময়ে বাংলা কবিতা অনেক নতুন আঙ্গিক ও বিষয়ে সমৃদ্ধ হয়েছে। কবি, কবিতা ও পাঠক এই তিনের পছন্দ, প্রকাশ ও পদ্ধতি বারে বারে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে পরিবর্তন হয়ে চলেছে।

Weight 185 g
Dimensions 8.5 × 5.5 × 0.5 cm
Cover Design

Bijay Das

Close My Cart
Close Wishlist

Close
Navigation
Categories

Add address

India