বাসব দাশগুপ্ত – “ পৌষের কবিতা ”

পৌষের কবিতা ১

5

শিল্পীঃ সুদীপ চক্রবর্তী

তোমাকে বিষণ্ণ করে উড়ে গেল ডানামেলা একজন লোক

তুমি তাকে কতটুকু চেনো? কণ্ঠস্বরে হাত দিয়ে কোনদিন

বুঝতে চেয়েছো তার জ্বালা? কাকে ভেবে সাজগোজ কর,

প্রাচীন পুঁথির গায়ে চিঠি লেখ তুমি

 

ভাঙা মাটি নদীর নখের দাগে দারুন পীড়িত, মনে আসে

তাহাদের বাসা ছিল, বহুকাল ধরে উচ্ছেদ পর্বের অর্থ বোঝনি,

যে তোমাকে প্রতিশ্রুতি দেয় চিরকাল তুমি তাকে বিশ্বাস করেছো,

আমার ম্যাজিক নেই, মানুষের দুই হাত বাড়িয়ে রয়েছে

 

জল জানে কেন তার এত ক্রোধ মাটির উপরে

 

পৌষের কবিতা ২

তুমি যদি মার্ডারার নাও হও তবুও তোমাকেই যাবজ্জীবন দেওয়া হল

তোমার এই ঘ্যান ঘ্যানে স্বভাব, কুঁচকানো ত্বক, অশক্ত হাড়

ফিরতি বিকেলে অসহ্য মনে হল

 

ছায়াগুলো ক্রমশ সরতে থাকে পড়ে থাকে অন্ধকার

এখন বন্দুক ধরতে না পারি, তুলি অন্ধকারে চুবিয়ে

এঁকে যাই ব্ল্যাক এন্ড হোয়াইট

অর্ক চৌধুরী – “ রাঙামাটির যুগলপ্রসাদ ” ৪
সুদীপ দাস – “ দুটি কবিতা ”
Close My Cart
Close Wishlist
Recently Viewed Close

Close
Navigation
Categories

Add address

India