পঞ্চম ও ষষ্ঠ বর্ষ ।। পৌষ ১৪২৮
বিশেষ সংখ্যা
‘কথাসাহিত্য’, সংজ্ঞায়িত করলে বলা যায়, সামাজিক বা রাজনৈতিক প্রেক্ষাপটে মানুষের অবস্থার প্রতিফলনে সৃষ্ট কাব্যিক গদ্য সাহিত্য। বিশিষ্ট সমালোচক ও সাংবাদিক Terrence Rafferty-র কথায়, “elegantly written, lyrical, and … layered”. ভারতীয় ও বিশ্ব সাহিত্যে ছড়িয়ে রয়েছে কথাসাহিত্যের বিপুল সম্ভার। আমরা চেষ্টা করেছি এই সম্ভারের ক্ষুদ্রতম অংশকে স্পর্শ করার।
‘জাতীয়-আন্তর্জাতিক কথাসাহিত্য’ কলিখাতা পত্রিকার এই সংখ্যার বিষয়। প্রায় দু’বছর অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হল আমাদের এই বিশেষ সংখ্যা। গত দু’বছর শুধু আমাদের নয় পৃথিবীর সমস্ত মানুষকে শোক ও অসহায়তা উপহার দিয়েছে। ভেঙে পড়া থেকে গড়ে ওঠার কঠিন চেষ্টায় কর্মরত মানুষ অবলম্বন খুঁজছে। আমাদের অবলম্বন এই সংখ্যাটি। যা উৎসর্গ করছি দু’জন প্রিয় মানুষকে, একজন আমাদের কলিখাতা পরিবারের আপনজন শ্রী সিদ্ধার্থ দে মহাশয়, এবং অন্যজন অধ্যাপক, বিশিষ্ট প্রাবন্ধিক ও সম্পাদক বিকাশ রায় মহাশয়। সাথে আরও বহু মানুষ যারা করোনাকালীন সময়ে আমাদের ছেড়ে চলে গেছেন।
এই সংখ্যায় অর্থাৎ ‘জাতীয়-আন্তর্জাতিক কথাসাহিত্য’ বিষয়ক সংকলনে সংকলিত হয়েছে মোট ১৮টি আলোচনামূলক প্রবন্ধ এবং একটি সাক্ষাৎকার। দেশীয়-বিদেশী লেখক ও লেখনীর মধ্যে আলোচিত হয়েছেন সতীনাথ ভাদুড়ী, জীবনানন্দ দাশ, অরুণেশ ঘোষ, সুবিমল মিশ্র, রাঘব বন্দ্যোপাধ্যায়, হুয়ান রুলফো, জেমস জয়েস, অ্যালবার্ট কামু, নাগিব মাহফুজ, গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ, আল মাহমুদ প্রমুখ। চেষ্টা করা হয়েছে সমসাময়িক বিশ্বসাহিত্যের নিরিখে বাংলা কথাসাহিত্যের আঙ্গিক ও গদ্যশৈলীর পরিবর্তন বোঝার এবং সাহিত্য সৃষ্টির অন্তরালে লেখকের মননকে উপলব্ধি করার।
আমাদের এই প্রচেষ্টা কতটা সফল তা পরীক্ষা করার দায়িত্ব আপনাদের। আমরা অপেক্ষায় রইলাম আপনার সুচিন্তিত মতামতের।
Weight | 350 g |
---|---|
Cover Design | Bijay Das |
Cover | Paper Back |