মতামত
গালিবউদ্দিন মণ্ডল
অভিবাদন , প্রেমিকা সিরিজ
—————————
প্রেমের কবিতা চুল আঁচড়াবে না এটাই স্বাভাবিক ।তবে যা যা পদাবলীতে সাধারণত অস্বাভাবিক ঠেকে , তা নিয়েই যেন বাংলা প্রেমের কবিতার নতুন ব্লাড গ্রুপ খুঁজতে বেরিয়েছেন বিজয় দাস ।
হেরি কাহার নয়ান শ্রীমতীকে কবি আঁকেন লেখেন, তার জন্য দূরবীনে চোখ না রাখাই শ্রেয় । খুলে দেখা ভালো কচুপাতার উপর ভেসে থাকা জলের তাজমহলটিকে ।
প্রেম শুধু প্রেম নিয়েই পরিচিত নয় । দরকার অপ্রেমের বাইনারিকেও ।এখন দৌড়টা শুরু হতে পারে ভালবাসা কারে কয় আর কাকে ভালবাসা বলে না তার ডুবসাঁতার দিয়ে । সেখানে একবার ডুবলে ভেসে ওঠা ডনকে ধরার মতোই শুধু মুশকিলই নয় , না –মুনকিনও বটে। তবু সেই পারদকে ধরতে বের হওয়া ।
বিজয়ের ‘ প্রেমিকা সিরিজ’ একটা অ্যাসিড বৃষ্টির সামনে দাঁড় করাবে তার পাঠককে । কবি জানেন ভালবাসার এই বৃষ্টিপাতে ছাতার দোকানে গিয়ে লাভ নেই । অ্যাসিড তাকে ভেজাবে । পোড়াবে । হাড় মাংস প্রেম কাম সমাজ সময় সব পুড়ে যাবে । অথচ প্রেমিকাকে সে কিনে দেবে রেইনকোট । এর জন্যই বোকা ভাঁড়ে সে অনেক ইনসমনিয়া জমিয়ে রেখেছে । ছাইয়ের উপর ঐ যে রেশমের অধরা পালকটি উড়ে নেচে বেড়াচ্ছে তাই হয়তো ভালবাসা ।
যেমনটা বিজয় দেখছেন ট্রাম লাইনের ফাটলে প্রসূতি চিৎকার । ভালবাসা আছে বলেই সেই গর্ভ- বাগানে নতুন বীজ জেগে ওঠে । সেই বীজভূমিটি বিজয় যুক্ত করতে পেরেছেন সময়ের সাথে । মানুষের ছড়ানো মগজের উপর দিয়ে চলেছে পদাবলী । তাই এই পদাবলী ততটা বৈষ্ণব নয় ,যতটা শাক্তের কাছকাছি । ইতস্তত ছড়িয়ে রয়েছে শব ও শিবের মেটাফর । গোটা জিভকে দুভাগ করে দেখিয়ে দিয়েছেন চেরা জিভের ছোবল । ফাটা ঠোঁটে রয়েছে চুম্বনের ফোস্কা ।কষ বেয়ে গড়িয়ে পড়ে হেমলক ।
বিজয়ের এক্স সমান প্রেম আর ওয়াই সমান পাশবালিশ । মাঝের বিস্তীর্ণ ইনফিনিটি জুড়ে কবিতার পাখসাট । আমরাও এই ডানাটাই হয়ত খুঁজছিলাম । এর মধ্যে যে ম্যাজিকটি রয়েছে তা দিয়ে সহজেই আরব্য রজনীতে চলে যাওয়া যায় । তারপর ডানা হয়ে গেলে প্রেমিকাও ঘোড়া মানবীর মত ভ্যানিশ ।
যাক আমরা আর একটা লম্বা ফ্রেম নিয়ে নিই ।’ কুরুক্ষেত্রের ময়দান থেকে কারবালার প্রান্তর ‘ । এবার ড্রোনটি ঘুরতে থাকুক নয়টা গ্রহে দশটা আকাশে । আমরা তিনে নেত্র খুলে খুজি কিছু আতরগন্ধ । ইতিহাস টিনের তলোয়ার ফেলে কোলাকুলি করুক । সময় বোমারু বিমান থেকে ফেলুক কবীর সুমনের গান । শহীদ কাদরীর কবিতা ।আমরা অভিবাদন জানাই প্রিয়তমাকে ।’ প্রেমিকা সিরিজ’কে ।
সুদীপ দাস
প্রেমিকা সিরিজ : বিজয় দাস
—————————
তরুণ কবি বিজয় দাসের প্রথম কবিতার বই ছিল “পান্তাভাতের জলসাঘর”। সে বইতে বিজয় এমন কিছু কবিতা লিখেছিল যা আমাকে চমকে দিয়েছিল। যেমন –
“সমুদ্রে বৃষ্টি নামলে মাঝির মনেও জমে ওঠে বাষ্প। শহুরে বাতাস গ্রাস করে পুরো একটি সমাজকে। শহরের রাজপথে লাইন বেঁধে শামুকের লংমার্চ। টুংটাং হর্ণ বাজে। মাঝ দরিয়ায় ভেসে ওঠে ক্যাথিড্রালের চূড়া”
বিজয়ের কলমের যাদু অব্যাহত রয়েছে দ্বিতীয় বই প্রেমিকা সিরিজেও। বইয়ের নাম থেকে প্রেমের কবিতা বলে মনে হলেও কবিতা পড়ার পর ভুল ভাঙে। এতো প্রেম নয়, বরং প্রেমের মুখোশের কষ বেয়ে কয়েক ফোঁটা হেমলকের গড়িয়ে নামার গল্প। এ এমন প্রেম যার আতরগন্ধ চাপা পড়ে যায় ধর্ষণের গোঙানিতে। বিজয় আসলে নারীকে লিখেছে। নারীত্বের অসম্মান এবং হত্যা নিয়ে লিখেছে। যেমন –
“দুটি বিস্ফারিত চোখে মৃত্যু-স্মৃতি। আরব্যরজনী, প্রেম কিংবা ভালোবাসার সূর্যোদয়। অনুভূতির অতর্কিত আক্রমণে দুর্বল হৃৎপিণ্ডে হাজার ভোল্টের বিদ্যুৎ। কালো পিচরাস্তায় অপেক্ষমান সাদা ঘিলু, হয়তো শিল্পীর নিসর্গ কল্পনা মাত্র। কিন্তু মার্বেলের মতো বেড়িয়ে আসা মহাকাল, অশ্রুর শেষ বিন্দু ঝরে পড়ার অপেক্ষা করছে।”
এই বইয়ের উপরি পাওনা কবিতার পাশাপাশি বিজয়ের নিজের করা ইলাস্ট্রেশন।
Weight | 150 g |
---|---|
Illustration | Bijay Das |
Related Products
Out of stock
চা-কুলীর আত্মকাহিনী
₹225 ₹180
Add to cart
শ্রীযোগেন্দ্রনাথ চট্টোপাধ্যায়
ভূমিকা ও সম্পাদনা : অলোক সরকার